রায়েরবাজার কবরস্থানের লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২১:২১ আপডেট : ০৩ জুন ২০২৩, ২১:২৪

রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরও খবর
শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করছি আজ বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল ৫টায় স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত শিশুদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস