ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০৯:১১  
আপডেট :
 ০৪ জুন ২০২৩, ০৯:২৮

হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।

রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন- অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

বাসচালক পালিয়ে গেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ১ জন নিহত

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত