বনানীতে গোপন বৈঠক চলাকালে জামায়াত নেতাসহ আটক ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০২ আপডেট : ০৭ জুন ২০২৩, ০০:০৮

রাজধানীর বনানীর ওয়ারলেস গেট এলাকায় গোপন বৈঠক চলাকালে জামায়াতের থানা আমির ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
|আরও খবর
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে গোপন মিটিং চলাকালে তাদের আটক করা হয়।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটকদের মধ্যে বনানী থানার জামাতে আমির তাজুল ইসলাম ও সা: সম্পাদক মাওলানা রাফি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সমাবেশ ও মিছিলের সহযোগিতা চেয়ে জামায়াতের আবেদন
বাংলাদেশ জার্নাল/আরআই