তেজগাঁওয়ে গাড়ি থেকে নারীসহ ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৩:১৮

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে একটি গাড়ির ভেতর থেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তেজগাঁওয়ের এলেনবাড়িতে থাকা একটি গাড়ি থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।
|আরও খবর
নিহতরা হলেন দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪২)।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের একটি দল সেখানে গিয়ে একটি সরকারি কোয়ার্টারের গ্যারেজে থাকা গাড়ির ভেতর থেকে মরদেহ ২টি উদ্ধার করে। তবে, তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তিনি আরও জানান, দেলোয়ার একটি সরকারি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে ওই নারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কলাবাগানে যমুনা টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ জার্নাল/কেএ