যাত্রা বিরতির দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৩:৩৪ আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:৪৬

রেলবিভাগে সংযুক্ত নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসহ রুপসা/সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় রেললাইন অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা।
|আরও খবর
বুধবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। একইসঙ্গে পাঁচবিবি রেলস্টেশনটি মডেল স্টেশনে রূপান্তরকরণ ও অনলাইনে টিকিট বিক্রয় সিস্টেম চালুর দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি মো. তাইজুল ইসলাম, সড়াইল কলেজের প্রভাষক মো. শাহ্জাহান আলী, কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ।
এদিকে একই দাবিতে আক্কেলপুর রেল স্টেশনে কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলবে জুলাইয়ে
বাংলাদেশ জার্নাল/এমপি