লক্ষ্মীপুরে ছয় দফা দিবসে আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৭:৫৯ আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:৪৪

লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৬ দফা দিবসে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরও খবর
বুধবার (৭ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন একই কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভুইয়া মান্না, ফরিদা ইয়াসমিন লিকা, সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।
এসময় বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান বক্তারা। একই সাথে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতেও আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বিএনপির তারুণ্যের সমাবেশের তারিখ পরিবর্তন
বাংলাদেশ জার্নাল/এমপি