ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অবশেষে দিনাজপুরে নামলো স্বস্তির বৃষ্টি

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৯:১৩

অবশেষে দিনাজপুরে নামলো স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহের পর অবশেষে এক পশলা বৃষ্টির দেখা পেলো দিনাজপুরবাসী।

বুধবার (৭ জুন) দুপুরে জেলায় প্রায় ১৭ মিনিট ধরে সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ। তবে জেলার সবখানেই বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পাশাপাশি চলমান লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রহমতের বৃষ্টি কামনায় বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকার নামাজও আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরও পড়ুন: বৃষ্টি কবে হবে জানালো আবহাওয়া অফিস

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত