ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২১:৫১

চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিনের করা সাইবার আইনের মামলায় ছাত্রদল-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। বাদীর আইনজীবী আবু হেনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিবিআইয়ের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে বুধবার আদালত ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আসামিরা হলেন- হাটহাজারি ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, পৌর যুবদলের আহ্বায়ক মীর্জা এমদাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল। তারা সবাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত। নাজিম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

আদালত সূত্র জানায়, গত বছরের ১ জুন চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে ভিপি নাজিম উল্লেখ করেছিলেন, অভিযুক্তরা গত বছরের ২৯ ও ৩০ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দেওয়ার ছবি পোস্ট করেও বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত