রাজধানীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৯:৫৭

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
|আরও খবর
র্যাব-১০-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
আরও বলেন, আসামি মিজান আইনের হাত থেকে বাঁচার জন্য দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। এখন তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/ওএফ