রোমানিয়ায় পাঠানোর কথা বলে লাখ টাকা আত্মসাৎ করেন তারা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৩:২০

রোমানিয়ায় পাঠানোর কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা ও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
|আরও খবর
গ্রেপাতারকৃতরা হলেন- মো. আক্তার হোসেন খন্দকার ওরফে শানু (৪৩) ও সহযোগী তাকবীর হোসেন সবুজ (৪৮)।
বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভিকটিমদের উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ রোমানিয়া পাঠানোর কথা বলে। এভাবে শতাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।
এছাড়া তারা রোমানিয়ায় মানবপাচার করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/সুজন/ওএফ