পুলিশের বাধায় নটরডেম কলেজের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৪:০৮ আপডেট : ০৮ জুন ২০২৩, ১৪:৩৫

রাজধানীতে পুলিশের বাধায় নটরডেম কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
|আরও খবর
তীব্র গরম এবং লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করে ঢাকা জেলা বিএনপি। তবে নটরডেম কলেজের সামনে এলে পুলিশ বেরিকেট দিয়ে মিছিলের বাধা দেন।
পরে নটরডেম কলেজের ফুট ওভার ব্রিজের নিচের রাস্তায় বিএনপির মিছিল অবস্থান করে এবং বক্তব্য দেয়। এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেয়া হয়।
তীব্র গরম এবং লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে সারাদেশে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করতে কর্মসূচি করছে বিএনপি।
এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।
বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ