সাভারে রাজউকের অভিযান
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:৩০

ঢাকার সাভারে রাজউকের নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। ছায়াবিথি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক। এ সময় রাজউকের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম উপস্থিত ছিলেন।
|আরও খবর
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক জানান, গত এক মাসে সাভারে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অর্থ বছরে ১৬৫৭টি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তিনটি ভবনের অবৈধ অংশ এবং রাস্তা দখল করে নির্মাণ করা বাড়ির অংশ ভেঙে ফেলা হয়। এ জন্য একজনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৪
বাংলাদেশ জার্নাল/এমপি