ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লোডশেডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচি

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৭:২৪  
আপডেট :
 ০৮ জুন ২০২৩, ১৮:১৫

লোডশেডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। ছবি: প্রতিনিধি

দেশব্যাপী লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়ায় সিলমি কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশটা চোরে ভরে গেছে। আমরা শহরে দুই চার ঘণ্টা বিদ্যুৎ পেলেও গ্রামে তা পাচ্ছে না। আগামী তিন দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা না করা হলে জেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। আর জোর করে নির্বাচন দেয়ার চেষ্টা করলে আমরা যে কোন কিছুর বিনিময়ে তা প্রতিহত করবো।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, শ্রমিকদল নেতা একেএম মনিুরুল হক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ। এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে: রিজভী

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত