বিদ্যুতের দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি-স্মারকলিপি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৭:৩২

দেশজুড়ে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো ১ এর নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
|আরও খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এরপর শহরের মাস্টারপাড়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো ১ এর নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুসহ অনেকে।
আরও পড়ুন: সংলাপের কথা বলে দৃষ্টি ডাইভার্ট করতে চায় সরকার
বাংলাদেশ জার্নাল/এমপি