দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০২:৩৭ | অনলাইন সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অবস্থিত বাঁশ হাটি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক বাদল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, স্টেশনের বাঁশহাটিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ বেশ কয়েকজন মারামারির পরিকল্পনা করছে। এসময় ওই কিশোর গ্রুপের ১৬ জনকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৬ জনকে সদর থানায় সোপর্দ করেছেন। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ জার্নাল/জিকে