শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৩:৪০ আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯:২৮

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে পুলিশ।
|আরও খবর
শুক্রবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে সাফা কবিরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।
শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
২০২০ সালের জানুয়ারিতে শাহরিয়ার কবিরের সত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: হেফাজতের সন্ত্রাস দমনে ঘাতক দালাল নির্মূল কমিটির ৫ সিদ্ধান্ত
বাংলাদেশ জার্নাল/ কেএ