জাতীয় সরকারে বিএনপির অংশ গ্রহণের সুযোগ নেই: মোতাহার হোসেন এমপি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৩:৫২

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেছেন, নির্বাচনকালীন জাতীয় সরকারে বিএনপির অংশ গ্রহণের কোনো সুযোগ নেই। জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে কেবল তাদেরকে নিয়ে এ সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|আরও খবর
শুক্রবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোতাহার হোসেন এমপি আরও বলেন, বিএনপির ৬ জন এমপি ছিলো। তাও আবার পদত্যাগ করেছেন। তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে। ট্রেনে আর উঠার সুযোগ নেই। বিএনপি যদি নির্বাচনে বাঁধা সৃষ্টি করে দাঁতভাঙ্গা জবার দেয়া হবে।
হাতীবান্ধার ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ওসি শাহা আলম, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ