আমতলীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ, আহত ১৫
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৭:১১

বরগুনার আমতলীতে আঞ্চলিক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫। গুরতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
|আরও খবর
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি বাজার ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় নামের একটি পরিবহন এবং বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনোয়ার পরিবহন চুনাখালি ব্রিজ নামক স্থানে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, যাত্রীবাহী বাস দুটি পুলিশ হেফাজতে আছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/জিকে