পিঠ বাঁচাতে আন্দোলন করছে বিএনপি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১৩:৫০ আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৩:৫৯
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃশর্তে বের করে আনায় তাদের লক্ষ্য।
রোববার দুপুর ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় আহাম্মেদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে, নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায় এবং পরে একটি অস্বাভাবিক সরকার গঠন করতে চায়।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই সংবিধান বানচালসহ বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাস সহ্য করা হবে না।
আরও পড়ুন: বিএনপির চক্রান্ত যে কোনো মূল্যে রুখতে হবে: ইনু
বাংলাদেশ জার্নাল/কেএইচ