ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০১:৩৪

পুকুরে ভাসছিল যুবকের মরদেহ
ছবি: প্রতীকি

ফরিদপুরের ভাঙ্গায় পুকুর থেকে একলাছ মুন্সী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে বুধবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের তুলশিঘাটা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের আবুল বাসার মুন্সীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , বুধবার বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হয় একলাছ। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে চারদিকে খুজঁতে থাকেন। পরে রাত অনুমানিক ২টার সময় এলাকাবাসী একটি পুকুরপাড়ে তার ব্যবহৃত প্যান্ট ও গেঞ্জি দেখতে পায়। পরে স্থানীয়রা ওই পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে গিয়েছি। তবে মরদেহের গায়ে রক্ত ও ক্ষত চিহ্ন থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত