ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হলো দুই শিশু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১৬:১৬

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হলো দুই শিশু
নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ফাইল ছবি

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মতিহারের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো- মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।

মতিহার থানার ওসি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুপুর ২টা পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, এই স্টেশনে দুটি ডুবুরি দল রয়েছে। একটি দল চাঁপাইনবাবগঞ্জে এবং অন্যটি রাজশাহীতে কাজ করছে। নিখোঁজদের উদ্ধার করা পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন: খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রের

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত