ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৬:০৫

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় শফিকুল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাবেদপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল মানিকগঞ্জ সদর উপজেলার খাগরাকুড়ি এলাকার আবুল বাশারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জরুরি কাজের জন্য মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া দিকে যাচ্ছিলেন শফিকুল।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলসহ তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মনিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যকে খবর দেওয়ার পাশপাশি বরংগাইল পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত