ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

কলেজ শিক্ষকের কীটপতঙ্গের ঘর-সংসার

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৫:৪১  
আপডেট :
 ১৯ আগস্ট ২০২৩, ১৭:১২

কলেজ শিক্ষকের কীটপতঙ্গের ঘর-সংসার
ছবি: প্রতিনিধি

কলেজ শিক্ষক আব্দুর রহমান কীট পতঙ্গদের ঘর সংসার গড়ে করেছেন। তাদের বসবাস খাবার-দাবার, বংশবৃদ্ধি সব কিছুর ব্যবস্থা রয়েছে তাতে। এর মাধ্যমে দু'পয়সা আয় রোজগারের ব্যবস্থাও হয়েছে তার।

মনোহরদীর খিদিরপুর কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের শিক্ষক আব্দুর রহমান ২/৩ বছর ধরে কলেজ সংলগ্ন নিজ দুটি ঘরকে কীট-পতঙ্গের বসত ঘর বানিয়েছেন। তিনি এতে লার্ভা বা ছোট কীট উৎপাদন করছেন।

এগুলো এক থেকে তিনশত টাকা কেজি দরে বিক্রি হয়। আর এ মাছি পোকা বা পিউপা বড় হয়ে প্রজনন উপযোগী হলে প্রতি কেজি মাছি পোকা ৭/৮ শত টাকায় বিক্রি করা যায়। এ সব পোল্ট্রি ও ফিশারিজে উন্নত প্রোটিন সমৃদ্ধ ফিড হিসেবে ব্যবহৃত হয়।

আব্দুর রহমান বলেন, বাজারের প্রচলিত পোল্ট্রি ও ফিশারিজ ফিডের চেয়ে এ ফিড দ্বিগুন পুষ্টি সমৃদ্ধ। দেশের বিভিন্ন পোল্ট্রি ও মৎস্য খামারী অনলাইনে এগুলো কিনে নিয়ে থাকেন। মৎস্য ও পোল্ট্রি খামারে এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে তার কাছে পেরেন্টস পোকা বা পিউপা ও লার্ভার অর্ডার আসে।

তিনি জানান, নানা কারণে তাদের সব চাহিদা পূরণ করতে এ মুহূর্তে সক্ষম হচ্ছেন না। এর বাণ্যিজিক চাষ লাভজনক। সেই সাথে পোল্ট্রি এবং ফিশারিজ ফিড হিসেবে এটি সম্পূর্ণ নিরাপদ।

বাংলাদেশ জার্নাল/জাহিদ

  • সর্বশেষ
  • পঠিত