ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

আদিতমারীতে নালায় পড়ে প্রাণ গেল শিশুর

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৩  
আপডেট :
 ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪

আদিতমারীতে নালায় পড়ে প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কাওছার আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু কাওছার আলী কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু কাওছার আলী তার মায়ের সঙ্গে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। সকালে ওই আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু কাওছার আলী। এ সময় পাশে নালায় পড়ে গিয়ে ডুবে যায়।

বাড়ির লোকজন তাৎক্ষণিক বুঝতে পেরে নালা থেকে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: পুকু‌রে গোসলে নে‌মে‌ প্রাণ গেল দুই শিশুর

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত