ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে ৮৫২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮

নড়াইলে ৮৫২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
আটকৃতরা

নড়াইলে ৮ হাজার ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মৃতসাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩) ও বিলবাউচ গ্রামের সবুর শেখের ছেলে নাজমুল শেখ(৪০)।

শনিবার বিকেলে সংবাদ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা অতিরিক্ত পুলিশসুপার তারেক আল মেহেদী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার রাতে পৌর সভারভওয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গেপান সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে এলাকায় সালাম দাড়িয়ার বিল্ডিং এর নীচতলায় ভাড়া দেয়া বাসার মধ্যে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫২০ পিচ ইয়াবাসহ মাদককারবারি সাকিব শেখ ও নাজমুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত