বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কমতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে গরম। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বৃষ্টি আবার বাড়তে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ভারতের পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি বাড়বে। পরদিন মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টি বাড়বে, যা মোটামুটি সপ্তাহখানেক থাকতে পারে।
বাংলাদেশ জার্নাল/ওএফ