ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন তমিজী হক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৫

চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন তমিজী হক
স্ত্রীদের সঙ্গে আদম তমিজী হক । ছবি- সংগৃহীত

এবার চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন পাসপোর্ট পুড়িয়ে আলোচনার তুঙ্গে থাকা হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজী হক। ডিসেম্বরে সৌদিতে চতুর্থ বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আদম তমিজী হক লেখেন, ‘ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি সময়মতো সৌদিতে তার (চতুর্থ স্ত্রী) জন্য বাড়ি বানাতে পারি, তাহলে আগামী ডিসেম্বরেই চতুর্থ বিয়ে করব। সবাইকে দাওয়াত। সৌদিতে বিয়ে করাই সর্বোত্তম।

বর্তমানে আদম তমিজী হকের তিন স্ত্রী রয়েছেন। তার স্ত্রীরা হলেন- লিজা হক, সাইরা হক ও নুসরাত হক। আদম তমিজী হক তিন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সৌদিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

আদম তমিজী হকের এক ফেসবুক পোস্টে জানা যায়, তিনি আরেকটি বিয়ে করেছিলেন, নাম ছিল জোছনা। তবে সে বিয়ে টেকেনি।

গত বৃহস্পতিবার আদম তমিজী হক তার ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মতিউর রহমান মতিকে গালমন্দ করেন। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখল করার অভিযোগ তোলেন তিনি। এখানেই শেষ নয়, ফেসবুক লাইভে এসে আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন।

এসব ঘটনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত