ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

২৭ টাকার কেনা আলু ৩৯ টাকায় পাইকারিতে বিক্রি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪

২৭ টাকার কেনা আলু  ৩৯ টাকায় পাইকারিতে বিক্রি
২৭ টাকার কেনা আলু ৩৯ টাকায় পাইকারিতে বিক্রি। ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের হিমাগার থেকে ২৭ টাকায় কেনা আলু পাইকারিতে বিক্রি হচ্ছিলো ৩৯ টাকায়। সরকার নির্ধারিত দরের চেয়ে ৭ টাকায় বেশি দরে খুচরা বাজারে পণ্য ছাড়ছিলেন চট্টগ্রামের পাহাড়তলী বাজারে মেসার্স লাকী স্টোরের মালিক হাবিবুর রহমান। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) নগরের পাহাড়তলী বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

জানা যায়, মুন্সীগঞ্জের হিমাগার থেকে প্রতিকেজি আলু ২৭ টাকা দরে কিনে ২৫০ বস্তা সরকারি দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়েছিলেন বেপারী। কিন্তু পাহাড়তলী বাজারের হাবিবুর রহমানের মেসার্স লাকি স্টোর সেই আলু পাইকারিতে বিক্রি করেছে ৩৯ টাকা কেজি দরে। লাকি স্টোরকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ডিম ও আলুর দুটি আড়তে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা মুন্সীগঞ্জে খবর নিয়েছি। মুন্সীগঞ্জের প্রেরক হিমাগার রেট ২৭ টাকা দরে আলু কেনার পর চট্টগ্রামের পাহাড়তলী বাজারের হাবিব রহমানের কাছে ২৫০ বস্তা আলু পাঠিয়েছেন। তবে তিনি এ প্রতিষ্ঠানকে ৩৯ টাকায় আলু বিক্রির নির্দেশনা দেননি বরং বলেছিলেন সরকারি রেট সঠিক রেখে পাইকারি বিক্রি করতে। পাহাড়তলীর ওই ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ থেকে সরকার নির্ধারিত দরে আলু বিক্রি করার পরামর্শ দেয়া হলেও তিনি তা শোনেন নি। তাই তাকে এক লাখ টাকা জরিমানা করে তার গুদামে থাকা ১৫ থেকে ১৬ বস্তা আলু ৩২ টাকা পাইকারি দরে বিক্রির ব্যবস্থা করেছি। এছাড়া ডিম ও আলুর আরও দুটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত