ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৭  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৬

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর মহাখালী রেলগেটের সামনে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশু নিহত হয়েছে। প্রাথমিকভাবে তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

শনিবার ভোর ৬টায় কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

কমলাপুর রেলওয়ে থানার ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন ভোর ৬টায় মহাখালী দিয়ে যাচ্ছিল। এসময় তিন শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিলো। পরে প্রত্যেক্ষদর্শীরা ট্রেন আসছে দেখে সতর্ক করলেও তারা দৌড়াচ্ছিলো। পরে ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তিন শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা কেউ না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত