ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

হাতিরঝিলে নিখোঁজ তাওসিফ যশোর থেকে উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১

হাতিরঝিলে নিখোঁজ তাওসিফ যশোর থেকে উদ্ধার
হাতিরঝিল থানা এলাকা থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পিবিআই। ছবি: প্রতিবেদক

হাতিরঝিল থানা এলাকা থেকে নিখোঁজ যুবক তাওসিফ জাওয়াদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে কীভাবে তাওসিফ যশোর গেলেন সে বিষয়ে তদন্ত করছে পিবিআই।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় জিডি করে পরিবার।

পিবিআই জানায়, ১২ সেপ্টেম্বর রাতে তাওসিফ জাওয়াদ পশ্চিম রামপুরার নিজ বাসা থেকে এটিএম বুথ থেকে টাকা তোলার উদ্দেশ্যে বের হন। এরপর আর ফেরেননি। পরে তার পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নিয়ে কোথাও না পেয়ে ১ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় নিখোঁজের ঘটনায় জিডি করেন। থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য সর্বচ্চো চেষ্টা চালাতে থাকে।

এরই মধ্যে শনিবার সকালে যশোরের কোতয়ালী থানার গাড়ীখানা রোডে তাওসিফকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাওসিফের পরিচয় শনাক্তের জন্য পিবিআই’র যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পরিদর্শক হিরন্ময় সরকার ও এসআই নূর জামাল হোসেন পিবিআই’র ক্রাইমসিন টিম যশোর সদর হাসপাতালে হাজির হয়। টিমটি তাওসিফের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করাসহ তার সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে তাওসিফ নিজের নাম ও মোবাইল নম্বর বলতে পারেন।

পিবিআই যশোর জেলার পুলিশ সুপার রশমা শারমিন বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ভিকটিমের পরিবারকে ভিডিও কলের মাধ্যমে ভিকটিমকে দেখালে তারা তাকে চিনতে পারেন। এরপর ভিকটিমের পরিবার পিবিআই যশোর কার্যালয়ে আসলে তাওসিফ জাওয়াদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তাওসিফ জাওয়াদকে পেয়ে তার পরিবারের প্রতীক্ষার অবসান হয়েছে। ভিকটিম ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর কিভাবে ঢাকা থেকে যশোরে পৌঁছেছেন এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন রেশমা শারমিন।

আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ মিললো পাহাড়ে

বাংলাদেশ জার্নাল/সুজন/এমপি

  • সর্বশেষ
  • পঠিত