ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লালবাগে ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫

লালবাগে ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই
লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। ছবি: প্রতিবেদক

রাজধানীর লালবাগে আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানের পাখা পর্যন্ত পুড়ে গেছে। ভবনটির তৃতীয় তলার সবই পুড়ে গেছে।

রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে (কারখানা, গোডাউন ও আবাসিক) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম শাহাদাত হোসেন বলেন, পাশেই আমার বাসা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসেই ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করি। প্রথমে আগুনের তীব্রতা থাকলেও সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

বাংলাদেশ জার্নাল/সুজন/এমপি

  • সর্বশেষ
  • পঠিত