ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গণপিটুনির ভয়ে ৯৯৯-এ চোরের ফোন!

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২১  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫

গণপিটুনির ভয়ে ৯৯৯-এ চোরের ফোন!
গণপিটুনির ভয়ে ৯৯৯ এ চোরের ফোন!

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

মঙ্গলবার ভোর সোয়া চারটায় ঢাকার কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এমন তথ্য জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা আ‌নোয়ার সাত্তার জানান, সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দেয়া শুরু করেছিল। কলারকে পুলিশ দল সেই অবস্থা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প‌রে গ্রেপ্তার থানায় নি‌য়ে যায়।

গ্রেপ্তার হৃদয় (২৫) কদমতলী থানার মেরাজনগর ব্লক-বি’ এ বসবাস করে বলে জানিয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসা‌মি‌কে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: আনসার আল ইসলামের উত্তরাঞ্চল প্রধানসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ জার্নান/সুজন/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত