ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

মিরপুরে ভোক্তা অধিকারের অভিযান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৭  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২৩, ০৬:৩১

মিরপুরে ভোক্তা অধিকারের অভিযান
ভোক্তা অধিকারের অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অভিযাপন চালিয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর ১ নম্বরের বিভিন্ন মার্কেট ও সুপার শপে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা।

বিকেলে আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানকালে দেখা যায়, প্রিন্স বাজারে আলু প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং ডিম প্রতিটি ১১ দশমিক ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া, শাহ আলী মার্কেট এলাকায় আলু ৩৬ -৩৯ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে আলু বিক্রি করার অপরাধে ১ আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ আড়তদারের বেশ কয়েক বস্তা আলু পাইকারি ৩০ টাকা কেজি দরে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

অভিযুক্ত আড়তদার জানান, তিনি কমিশনে ব্যাপারীর আলু বিক্রি করেন। কিন্তু ওই ব্যাপারী রহমত উল্লাহকে মোবাইল ফোনে মুন্সিগঞ্জের হিমাগার থেকে ২৬/২৭ টাকা দরে আলু ক্রয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। বর্তমানে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং ডিম ১৪০-১৪৪ টাকা ডজন হিসেবে বিক্রি হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

গত ২৭ সেপ্টেম্বর অধিদপ্তরে সুপারশপ, পাইকারি বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক আলুর সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা দরে কোল্ড স্টোরেজ থেকে সরবরাহের ব্যবস্থা করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সে প্রেক্ষিতে অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে সুপারশপসহ বিভিন্ন পাইকারি বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু সরবরাহের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ জার্নাল/সুজন/আইজে

  • সর্বশেষ
  • পঠিত