বাংলাদেশে ভারতীয় ‘নর্থইস্ট নিউজ ’ ব্লক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২০ আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৮
বাংলাদেশে ভারতীয় সংবাদ পোর্টাল ‘নর্থইস্ট নিউজ’ বন্ধ করা হয়েছে। নর্থইস্ট নিউজ শুধুমাত্র ডিজিটাল প্লাটফর্মে উত্তর-পূর্ব ভারতকেন্দ্রীক খবর প্রকাশ করে। বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু লেখা প্রকাশের পর এটি দেশের পাঠকদের কাছে পরিচিতি পায়।
টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) নির্দেশে সংবাদ পোর্টালটি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে কয়েক দফা চেষ্টা করে নর্থইস্টের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
পোর্টালটি যাতে দেখা না যায়, সে জন্য ব্যবস্থা নিতে গত সেপ্টেম্বরের শেষ দিকে ‘নর্থইস্ট নিউজ’ ব্লক করার জন্য মোবাইল অপারেটর এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের ই–মেইলে নির্দেশ দিয়েছিল বিটিআরসি। তাতে লেখা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাইটটি বন্ধের জন্য বলা হচ্ছে।
আরও পড়ুন: ৯ মাসে নির্যাতন ও হয়রানির শিকার ২১৭ সাংবাদিক: আসক
বাংলাদেশ জার্নাল/আইজে