পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪১
কক্সবাজারের পেকুয়ায় খেলার সময় পুকুরে ডুবে নাজমা মনি (৪) ও সায়েমা আক্তার (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাজমা মনি নতুনপাড়া এলাকার নুরুল আজিম ও সায়েমা আক্তার একই গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।
টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, শিশু ২জন অন্য শিশুদের সাথে বাড়ির একটু দুরে পুকুরপাড়ে খেলছিল। সবার অগোচরে কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। এসময় তাদের মৃত্যু হয়। স্থানীয় একজন প্রতিবেশী তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সমুদ্রের ঢেউয়ে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার
বাংলাদেশ জার্নাল/আইজে