ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাই

  চট্রগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৫  
আপডেট :
 ০৪ অক্টোবর ২০২৩, ১১:০১

চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাই
আমিন কলোনিতে ভয়াবহ আগুন। ফাইল ছবি

বন্দরনগরী চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৬০টিরও বেশি ঘর। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির ৬০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত