ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামের আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে

  চট্রগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১১:০৬  
আপডেট :
 ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩০

চট্টগ্রামের আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে
আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে। ছবি- সংগৃহীত

চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬০টিরও বেশি ঘর।

বুধবার (৪ অক্টোবর) ভোরে এ আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হালিম বলেন, ভোর ৪টার দিকে আমিন কলোনি এলাকার একাধিক কাঁচা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে বায়েজিদ স্টেশন থেকে দুই ইউনিট এসে কাজ শুরু করে। পরে চন্দনপুরা ও কালুরঘাট স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

তিনি আরও বলেন, ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপিত হতে সময় লাগবে। কী পরিমাণ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন...চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাই

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত