লক্ষ্মীপুরে সেলাই মেশিন পেলেন অসহায় ২২ নারী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৩১

লক্ষ্মীপুরে অসহায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাইমেশিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।
|আরো খবর
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ২২ জন নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা একেএম বদরুল আলম শাম্মি, জেলা পরিষদের সাবেক সদস্য মারুফ বিন জাকারিয়া, দৈনিক লক্ষ্মীপুর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দিপু প্রমুখ।
সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এমপি