থানার দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে ছাত্রদলের চারজন আটক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে পোস্টার লাগাতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রদলের চারজন নেতাকর্মী। 

শনিবার গভীর রাতে গজারিয়া থানার আশপাশ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদল কর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ছাত্রদলের চারজন নেতাকর্মী আটক হয়েছে। আটক নেতা কর্মীর মুক্তির দাবিতে তারা পোস্টার লাগাতে গিয়েছিলেন এটাই তাদের অপরাধ। তাদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/এমপি