রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১২:০৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২:১২

গত একদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবন করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা হয়েছে।
|আরো খবর
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ২৯১ পুরিয়া হেরোইন (৪০৪ গ্রাম) ও ১৩৫ পুরিয়া ( ২৮ কেজি ১৬০ গ্রাম ) গাঁজা জব্দ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বাংলাদেশ জার্নাল/এফজেড/এমএম