ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সিটি করপোরেশনের অধীনে ট্রাফিক বিভাগ চান মেয়র আতিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ১৭:১৫  
আপডেট :
 ১৬ মার্চ ২০২২, ১৭:২২

সিটি করপোরেশনের অধীনে ট্রাফিক বিভাগ চান মেয়র আতিক

রাজধানীর যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগকে নিজের কর্তৃত্বে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেয়র মো. আতিক বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে এর আগে ওয়াসার খালগুলোর দায়িত্ব সিটি করপোরেশনকে দেয়া হয়েছে এবং বিভিন্ন খাল উদ্ধারও করা হয়েছে। সেভাবে ট্রাফিক পুলিশ বিভাগটা আমাদের মাধ্যমে দেন। তাহলে আপনাদের দেখাতে পারব, কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয়।

তিনি বলেন, রাস্তা আমার,… কতগুলো গাড়ি চলবে সেই ক্ষমতা আমার নাই। তা হলে কীভাবে হবে?

এসময় দায়িত্ব পেলে সকলকে ডেকে অনুসন্ধান করে কোথায় কোথায় ট্রাফিক সমস্যা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স ভিলেজ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) স্থপতি মোবাশ্বের হোসেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত