ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

তিন দিনের ছুটির পর রাজধানীতে যানজট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২২, ১৩:৩৪

তিন দিনের ছুটির পর রাজধানীতে যানজট
ফাইল ছবি।

গত শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার বুদ্ধপূর্ণিমা, সব মিলিয়ে তিন দিনের ছুটির পর অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। গাড়ির চাপ বেশি থাকায় রাজধানীতে যানজট তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সাবিনা ইয়াসমিন থাকেন ঢাকার মুহাম্মদপুরের আদাবরে। তার দুই মেয়ে পড়ে রাজধানীর ধানমন্ডির একটি স্কুলে।

সাবিনা ইয়াসমিন বলেন, আজ সোমবার সকাল ৭টায় ছোট মেয়েকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতে লেগেছিল ২০ মিনিট। আর বেলা পৌনে ১১টায় বড় মেয়েকে ১ ঘণ্টায়ও স্কুলে পৌঁছে দিতে পারেননি।

তিনি বলেন, কী হয়েছে, কে জানে, বড় কোনো অনুষ্ঠান আছে কি না, তা জানি না। এত জ্যাম।

তুহিন তৈহিদ রাজধানীর কলাবাগান থেকে বাসে মহাখালির অফিসে গেছেন দেড় ঘণ্টায়। মহাখালী যেতে প্রথমে বড় যানজটে পড়েন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তীব্র জট। সেখান থেকে বের হয়ে আসার পর আবার মহাখালীতে এসে যানজটের মধ্যে পড়েন।

এ প্রসঙ্গে মহাখালী ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার আশফাক উদ্দিন বলেন,গত শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি। এরপর গতকাল রোববার বুদ্ধপূর্ণিমা। সব মিলিয়ে তিন দিনের ছুটির পর অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলেছে। গাড়ির চাপ বেশি থাকায় রাজধানীর কিছু এলাকায় যানজট তৈরি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত