ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

উত্তর সিটিতে ২৮ হাজার রিকশার লাইসেন্স থাকলেও রাস্তায় ১০ লাখ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৮:৩১  
আপডেট :
 ২৯ জুন ২০২২, ১৮:৩৪

উত্তর সিটিতে ২৮ হাজার রিকশার লাইসেন্স থাকলেও রাস্তায় ১০ লাখ

উত্তর সিটির অধীনে ২৮ হাজার রিকশার লাইসেন্স আছে, কিন্তু রাস্তায় চলছে প্রায় ১০ লাখ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার রাজধানীর একটি হোটেলে কোরবানির পশুর হাটের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রিকশাগুলো নম্বর প্লেট নকল করে চলছে। আমরা আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ রিকশার জন্য ডিজিটাল নম্বর প্লেট দেবো। সেই সঙ্গে কিউআর কোডও থাকবে যা স্ক্যান করলে সহজেই পাওয়া যাবে যাবতীয় তথ্য। বোঝা যাবে এ নম্বর প্লেট নকল না আসল।

তিনি আরও, ঘুষ-দুর্নীতি কমাতে আমাদের হোল্ডিং ট্যাক্সের লেনদেন ডিজিটাল করা হয়েছে। এ বছরের মধ্যে ট্রেড লাইসেন্সসহ ১৭টি আর্থিক খাতকে ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে।

মেয়র আতিক বলেন, ডিএনসিসির গত দুই বছর অনলাইনে কোরবানির পশু কেনাবেচার আয়োজন করেছে ই-কমার্সকে উৎসাহিত করতে। আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে সে অনুযায়ী ডিজিটাল হাটের বিক্রি দুই হাজার সাতশ কোটি টাকা।

ডিজিটাল পশুর হাট থেকে সিটি করপোরেশন কোনও লভ্যাংশ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সব সময় সার্ভিস ওরিয়েন্টেড। সিটি করপোরেশন যে সব জায়গায় লাভ করবে তা কিন্তু নয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত