ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ১৮:২৫  
আপডেট :
 ০৯ আগস্ট ২০২২, ১৮:৩৪

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ্য সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরা পার্সন সাজু মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়েছে।

এসময় ক্যামেরা ভাংচুর করা হয় এবং ছিনিয়ে নেয়া হয় মোবাইল ও গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। এছাড়া সাংবাদিকদের মারধর করার অভিযোগে কামরাঙ্গীচর থানার এসআই মিলন হোসেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানান, চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এসময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সাথে মিলে পুলিশের মিলন নামে এক এসআইও তাদের গায়ে হাত তোলেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে সাংবাদিক মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত