রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে তামান্না আক্তার (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টায় অজ্ঞান অবস্থায় তামান্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ।

তিনি বলেন, আমরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। তার মৃত্যুর পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। না হলে তো একজন মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করার কথা নয়। সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের বর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম