৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড
গোল্ড পুরস্কার পেলো শাহ্জালাল ইসলামী ব্যাংক
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬

২০২১ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২১ এ গোল্ড পুরস্কার (প্রথম স্থান) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। স্বচ্ছ করপোরেট গভর্নেন্স, ব্যাংকের সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে উক্ত পুরস্কার প্রদান করা হয়।
১৭ ডিসেম্বর রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার প্রদান করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান এমপির কাছ থেকে রস্কার গ্রহণ করেন।
বাংলাদেশ জার্নাল/আরকে