ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

প্রতি কেজি আমের দাম শুনলেই চোখ কপালে উঠবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৩, ১৬:৩৫

প্রতি কেজি আমের দাম শুনলেই চোখ কপালে উঠবে
মিয়াজাকি আম। ফাইল ছবি

মিয়াজাকি আম

বিশ্বের সবচেয়ে দামি আম হলো জাপানের মিয়াজাকি আম। এর প্রতি কেজি আমের দাম প্রায় আড়াই থেকে তিন লাখ রুপির মতো। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে এক চাষি তার বাগানে এই আমের গাছ পাহারা দেয়ার ব্যবস্থা করেছিলেন। তিন জন পাহারাদার ও ছটি কুকুর ওই বাগান পাহারা দিত। ২ লাখ ৭০ হাজার রুপি প্রতি কেজি দরে ওই আম বিক্রি করেন তিনি।

কোহিতুর আম

কোহিতুর আম পশ্চিমবঙ্গে মালদায় সবচেয়ে বেশি আম চাষ হলেও সবচেয়ে দামি আম চাষ হয় মুর্শিদাবাদে। বাংলায় চাষ হওয়া আমের প্রজাতির মধ্যে কোহিতুর হল সবচেয়ে দামি। এর প্রতি পিসের মূল্য ১৫০০- ৩০০০ রুপির মতো।

আলফানসো আম

ফলের রাজা আম হলেও আলফানসোকে আমেদের রাজা বললে ভুল হবে না। শুধু ভারতেও নয় সারা বিশ্বে এই আলফানসো আমের বেশ কদর আছে। স্বাদে ও গন্ধে ভরপুর এই আমের দাম প্রায় ৩০০০ রুপি প্রতি ডজন।

নূর জাহান আম

মধ্য প্রদেশের আলিরাজপুর জেলায় নূর জাহান আমের চাষ হয়। এর প্রতি কেজি প্রায় ১০০০ রুপি।

সিন্ধ্রি আম

পাকিস্থানে প্রসিদ্ধ আমগুলির মধ্য সিন্ধ্রি আম বেশ দামি। সিন্ধ্রি আম ৫০০ রুপি প্রতি কেজিতে বিক্রি হয়ে থাকে।

ফিলিপিনো আম

কারাবাও বা ফিলিপিনো আম বিশ্বের আন্যতম দামি আমের প্রজাতিগুলির মধ্যে একটি। এটিকে মানিলা আম বলেও জানা যায়। কারাবাওয়ের প্রতি কেজি আমের মূল্য ২০০-৩০০ রুপি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত