ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে কমিটি গঠন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৬:০২

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে কমিটি গঠন

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্যোশাল মিডিয়ায় নজরদারির আওতায় আনতে অধিদপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে ৩টি মনিটরিং টিম গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৭ অক্টোবর মনিটরিং টিম গঠন করা হয়।

মনিটরিং কমিটি গঠনের অফিস আদেশে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’অনুসরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২০ সালের ৭ মে’র পরিপত্র মোতাবেক নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দেশনাগুলো বাস্তবায়ন করছে কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হলো।

কার্যপরিধি: মনিটরিং টিমের কার্যপরিধি হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণপূর্বক কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২০ সালের ৭ মে’র পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা পর্যবেক্ষণ ও বাস্তবায়নও করবে মনিটরিং কমিটি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত