ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

এবার এসএসসি পরীক্ষা দেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৫৬  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ১৭:১২

এবার এসএসসি পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার
ফাইল ছবি

মহামারি করোনার কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ৯ মাস পিছিয়েছে। চলতি বছরের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সারা দেশে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে।

বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার্থী গতবারের চেয়ে এবার ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

এবার পরীক্ষার্থীদের মধ্যে ১৮ লাখ ৯৯৮ জন ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভকেশনাল পরীক্ষার্থী দিবে।

সংবাদ সম্মেলনে দীপু মনি জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

মহামারি পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্টফোন ছাড়া) ব্যবহার করতে পারবেন।

‘প্রশ্নপত্র ফাঁস রোধে ফয়েল পেপারে মোড়ানো প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে এবং পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন- এসএসসি পরীক্ষা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা

১৮ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আগামী সপ্তাহে টিকা পাবে স্কুলশিক্ষার্থীরা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত