ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পবিপ্রবিতে কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৩:৩৩

পবিপ্রবিতে কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

কৃষি ও কৃষি প্রাধান্য ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর, শনিবার বেলা ১১.৩০টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

পরীক্ষার অভিজ্ঞতার কথা আগত এক পরীক্ষার্থী জানান, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত